সংগীত
   আননিমাস
১৯৯৭ সালে জন্ম। তারপর আড়াই বছরের ঐকান্তিক ও কঠোর পরিশ্রমের পথ ধরে প্রথম অনুষ্ঠান যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সল্টলেক ক্যাম্পাসে। পরের বছরই দু’টি বড় অনুষ্ঠান যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গান্ধীভবনে (নবীন বরণ) এবং কলকাতা মেডিক্যাল কলেজ। তারপর ১৫ই আগস্ট, ২০০২ -এ নজরুল মঞ্চে রক টু ফ্রিডম সংগীত প্রতিযোগীতায় অংশগ্রহণ বহু প্রশংসিত হয়। তারপর বহুবিধ সাফল্যপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এগিয়ে চলা - শহরে এবং শহরতলীতে। টেলিভিশনের পর্দায় আত্ম প্রকাশ এ.টি.এন. ওয়াল্ড চ্যানেলে। তারপর স্বাভাবিক ক্রমেই তারা বাংলা এবং ই টিভি বাংলায় কভারেজ। প্রথম ক্যাসেট প্রকাশের পথে। নিজেদের কথায় - চিরাচরিত গানের কথাকে কাজে লাগিয়ে, ব্যতিক্রমী কিছু সুর খোঁজাই আমাদের উদ্দেশ্য। আমরা সহজ, তাই আমরা অত্যন্ত সহজভাবেই সহজ কিছু কথা ব্যক্ত করি আমাদের গানের মাধ্যমে। আমাদের প্রয়াসের মূল উদ্দেশ্যই হল আনন্দ দেওয়া। হয়তো আমাদের সুর ও ভাবধারার মধ্যে কিছু পাশ্চাত্যের গন্ধ আছে। হয়তো আমাদের গানের কথায় কিছু বিরহের সুর আছে - তবুও আমাদের মধ্যে সততা আছে। সেই সততার হাত ধরে শুরু আমাদের পথচলার - শ্রোতাদের সন্তুষ্টির মধ্যেই আমাদের গান বাঁধার চরম সার্থকতা।

  

Srishtisandhan player container

Get Adobe Flash player