রবীন্দ্র কবিতা - অরূপ কুন্ডু
এক সমাজ মনস্ক পরিবারে জন্ম অরূপ কুন্ডুর। বাবা শিক্ষকতা করতেন, মা প্রগতিশীল স্বার্থত্যাগী একনিষ্ঠ গৃহিনী। সংস্কৃতিবান, সুশিক্ষিত এবং প্রগতিশীল আন্দোলনের সঙ্গে যুক্ত একটি পরিবারে কলকাতার উপকন্ঠে ছেলেবেলা থেকেই আবৃত্তির সঙ্গে সখ্যতা গড়ে উঠেছিল অরূপ কুন্ডুর। পরবর্তীকালে আবৃত্তির তালিম নীলাদ্রীশেখর বসুর কাছে. চাকুরী ও সংসার সামলাতে গিয়ে সাধনায় কিছুকাল ভাঁটা পড়েছিল, কিন্তু বিচ্ছেদ ঘটে নি কবিতার সঙ্গে। ঘরের কোণে নিভৃতে চলছিল অনুশীলন - স্বরসাধনা। রবীন্দ্র কবিতার প্রাসাদোপম স্থাপত্যের প্রিত বিশেষ আনুগত্যে প্রকাশিত হয়েছে ‘নতুন শতাব্দীর রবীন্দ্রনাথ’ এবং ‘তোমাকেই স্মরণ করে’| এরপর মৌলবাদ ও সন্ত্রাসবাদ বিরোধী কবিতা সংকলন - ‘আর যুদ্ধ নয়’| সাম্প্রতিক কালে যান্ত্রিক সময় ও তার কান্না, ক্রোধ, ভালবাসা নিয়ে কবিতা সংকলন ‘এই সময়ের কবিতা’ প্রকাশিত।