মৌ সান্যাল
মৌ, শ্রী নারায়াণ সান্যালের কন্যা হওয়ার সাংস্কৃতিক পরিবেশেই মানুষ। তালিম নিয়েছেন তিনি শ্রীকান্ত বাক রে, উমা দে, ওস্তাদ নাসিম আলমেদ খান, মায়া সেন ও বিমান মুখোপাধ্যায়ের কাছে। ক্যাসেট জগতে তাঁর আত্মপ্রকাশ ‘সাগরিকা’ পরিবেশিত ‘সত্যকাম’ক্যাসেট ‘আমার জীবনে শ্রাবনের দিন’ এই একক গানে। যে ক্যাসেটের অন্যান্য শিল্পী আশা ভোঁসলে, অজয় চক্রবর্তী, কবিতা কৃষণমূর্তি প্রমুখ। একাধিক টি.ভি সিরিয়ালে তিনি play-back Artist ক্যালিফোর্নিয়া-তে আমন্ত্রিত শিল্পীরুপে একক গানের মৌ বিশেষ প্রশংসিত। রেওয়াজী সুকন্ঠ ছাড়াও মৌ-এর গানে বিশেষ ভাবে মন ভরায় তা হল গানের মধ্যে তার Expression। সংগীত-র সিকদের কাছে এই মধুকরীর প্রথম solo Album ‘তারা ঝিলমিল’ থেকে এই গানগুলি সংকলিত।