সংগীত
  

পারমিতা দাশগুপ্ত
জন্ম - ১৯৫৭। সঙ্গীত শিক্ষার সূচনা হয় শান্তিনিকেতনে কণিকা বন্দ্যোপাধ্যায় এবং নীলিমা সেন-এর কাছে। কলকাতায় পূরবী মুখোপাধ্যায়ের কাছে। বাল্যকাল থেকেই ধ্রূপদী সঙ্গীত শিক্ষা। দেবব্রত বিশ্বাস (জর্জ বিশ্বাস) -এর নিকটাত্মীয় হওয়ার সুবাদে তাঁর কাছে বালিকা বয়স থেকে রবীন্দ্রনাথের গান ও নানা ধরণের গানের ধারাবাহিক শিক্ষা। প্রকাশিত Album‘বুকের মধ্যে বৃষ্টি’ (সাউন্ডউইং থেকে প্রকাশিত) এবং ‘ছুঁয়ে যাই’ (ক্লিসেন্ট মিউজিক থেকে প্রকাশিত)| বিভিন্ন অনুষ্ঠানে রবীন্দ্রনাথের গান ও কবিতার গান নিয়মিত পরিবেশন করেন।


  

Srishtisandhan player container

Get Adobe Flash player