রণেন্দ্রনাথ ধাড়া
রবীন্দ্র ভারতী বিশ্বিবদ্যালয়ের বাংলা ও নাট্যিবভাগে উত্তরস্নাতক এবং রবীন্দ্রসদনের পরীক্ষিত শিল্পী তালিকাভুক্ত শ্রী রণেন্দ্রনাথ ধাড়া একজন আদর্শবাদী আবৃত্তি শিল্পী। শিল্প-নৈপুণ্য মনুষ্যত্বের নয় বরং পরিপূরক এই ভাবনায় ভাবিত। তাই শুধুমাত্র কন্ঠবাদনের জন্য আবৃত্তি তার না-পসন্দ; পসন্দসই কিবতার ভাষ্য মানুষের দরবারে পৌঁছে দেওয়াই এক আবৃত্তিশিল্পীর দায়িত্ব বলে তিনি মনে করেন। ‘শিল্পের জন্য শিল্প’ নয় মানুষের জন্য শিল্প -এই-ই হল তাঁর শিল্পচেতনার আদর্শ।‘রবীন্দ্র - নজরুল সুকান্ত’র পরবর্তী বেশিরভাগ আধুনিক কিব কিবর ধর্মে স্থিত হলেও, মহত্তর মানিবক ধর্মে বিচ্যুত হয়ে পড়ছেন - এমনই এক ধারণার বশবর্তী রণেন্দ্রনাথের কন্ঠে এই ‘ত্রয়ী কবি’ সর্বাধিক উচ্চারিত। তাঁর আবৃত্তি ও শ্রুতিনাটকের পূর্ব প্রকাশিত ক্যাসেটঃ নজরুল শতবর্ষে - ‘ভুলি কেমনে ?’এবং কুমার রায়ের সঙ্গে একযোগে বিশ্বভারতী - স্বীকৃত রবীন্দ্র কবিতার আবৃত্তি। তাঁর তৃতীয় বর্তমান ক্যাসেটটি তিনশ বছরের তরুণী নগরী কলকাতাকে নিয়ে। আবৃত্তি ছাড়াও তিনি ‘নীলদর্পণ’ নাট্যদলের কর্ণধার এবং একই সঙ্গে ‘সাজি’ পত্রি কার সম্পাদনার দায়িত্বও বহন করে চলেছেন।