তথাগত
এক সংগীত মনস্ক পরিবারে জন্ম তথাগতর। শৈশব কেটেছে উত্তর পূর্ব ভারতের পাহাড়ে পাহাড়ে। সংগীত সাধনা বাড়িতেই মূলত বাবার কাছে ‘দেঁড়েকষে’| জীবিকায় কমপিউটার প্রযুক্তবিদ হয়েও সংগীতের প্রতি অনুরাগ এখনো অটুট। সেই সঙ্গে যুক্ত হয়েছে পাহাড় ও প্রকৃতির প্রতি প্রবল আকর্ষণ।
বর্তমান গানগুলি শিল্পীর শ্রর্দ্ধার্ঘ্য তার প্রিয় শিল্পীর প্রতি।