তৃণেশ দেওয়ানজী - উচ্চাঙ্গ সংগীত
তৃণেশ দেওয়ানজীর গানের তালিম শুরু হয় শৈশবেই পিতামহী প্রতিভা মুখোপাধ্যায়ের কাছে যিনি কাজী নজরূল ইসলাম এবং পন্ডিত গিরিজাশঙ্কর চক্রবর্তীর শিষ্যা। পরবর্তীকালে রাগ - সঙ্গীতের শিক্ষা শ্রী পেরশ ধর, শ্রী জগন্নাথ ধর এবং পন্ডিত সুভাষ মুখোপাধ্যায়ের কাছে। এখনও রাগ সঙ্গীতের শিক্ষাগ্রলণ চলছে পন্ডত মোলনলাল মিশ্রর কাছে। বাঁশী, মাউথ - শ এইসব একাধিক বাদ্যে দক্ষ তৃণেশ এইসব বাদ্যেরই তালিম দিয়ে থাকেন। ভারতীয় রাগসঙ্গীত, রাগপ্রধান, ভজন, গজল, বাংলার আধুনিক - সবেতেই তাঁর স্বচ্ছন্দ বিচরণ। বেশ কিছু রাগপ্রধান এবং আধুনিক বাংলা গান তিনি সৃষ্টি করেছেন। তদুপরি রাগ ‘নির্ঝর’ এবং তাল ‘পায়েল ছন্দ’র স্রষ্টা তিনি। নিজেকে কথা ও সুরে বাংলা আধুনিক গানের প্রকাশিত ক্যাসেট ‘রমা’| গান নিয়ে তাঁর গবেষণা-ধর্মী রচনা ‘সুর সৃষ্টির উপায়’ তাঁর সঙ্গীত মননের সাক্ষ্য বহন করে।